কাপাসিয়ার পাবুর স্কুলের সুইটি এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

কাপাসিয়া প্রতিনিধি : প্রাথমিক শিক্ষা পদক-২০২২-এর জেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন কাপাসিয়া উপজেলার পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছলিমা আক্তার সুইটি।

এর আগে তিনি উপজেলা পর্যায়ে টানা তিনবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বাছাই কমিটি সুইটিকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, পিটিআইয়ের সুপার রফিকুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ প্রমুখ।

মোছলিমা আক্তার সুইটি ১৯৯৮ সালে বাঘিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন। ২০০৮ সালে তিনি প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান।

সুইটি ২০০৯ সাল থেকে পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। তার দক্ষতায় ২০১৯ সালে প্রতিষ্ঠানটি বৃটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড লাভ করে।

উল্লেখ্য, মোছলিমা আক্তার সুইটি উপজেলার তরগাঁও ইউনিয়নের বাঘিয়া গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব মাস্টারের মেয়ে। তারাগঞ্জ কলেজের অধ্যাপক ও সাংবাদিক শামসুল হুদা লিটন তার স্বামী।

আরও খবর