কাপাসিয়া থেকে ‘ঘুষের কারবারি’ ওসি আহসান উল্লাহর বিদায়

নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়া থানার ‘ঘুষের কারবারি’ খ্যাত ওসি আহসান উল্লাহ অবশেষে বিদায় নিয়েছেন।

রবিবার দুপুরে তিনি নতুন ওসি রকিবুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

ওসি আহসান উল্লাহ গত তিন বছর কাপাসিয়ায় ঘুষ-দুর্নীতির রাজত্ব কায়েম করেছিলেন।

তার বেপরোয়া বাণিজ্যের শিকার হয়েছেন বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।

ওসি আহসান উল্লাহর সীমাহীন দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে দৈনিক অন্যদিগন্ত। এ নিয়ে ব্যাপক তোলপাড় হয়।

এক পর্যায়ে তিনি সাংবাদিক রুবেল সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দেন।

ওসি আহসান উল্লাহর দুর্নীতির খতিয়ান দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তৎপর হয়। কর্তৃপক্ষ তাকে একাধিকবার বদলিও করে। কিন্তু ছায়া হয়ে পাশে দাঁড়ান আওয়ামী লীগের একাধিক নেতা।

ওই নেতাদের কথায় স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমিও নীরব থাকেন। ডিও লেটার দিয়ে ওসির খুঁটি পোক্ত করে দেওয়া হয়।

অতঃপর ওসি আহসান উল্লাহ সাংসদকেও বুড়ো আঙুল দেখান।

গত ১০ ডিসেম্বর কাপাসিয়ার ডাকবাংলোতে ডায়মন্ড গ্রুপের ভূমিদস্যুতা নিয়ে সমঝোতা বৈঠক হয়।

এতে জমি দখলের প্রতিবাদ করায় ওসি সাংসদের সামনেই টোক ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টিটু চক্রবর্তীর কলার চেপে ধরেন।

এ ঘটনার প্রতিবাদে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কও অবরোধ করেন।

এরপরও সাংসদ কোন শব্দ করেননি। তিন বছর পূর্ণ করেই ওসি বিদায় নেন।

তিনি এখন নারায়ণগঞ্জ পুলিশ লাইনে আছেন।