চলন্ত বাসে লুট ও ধর্ষণ, রাজা মিয়া ৫ দিনের রিমান্ডে

আলোকিত প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাই‌ল মহাসড়কে চলন্ত বাসে লুটপাট ও এক নারীকে ধর্ষণের ঘটনায় রাজা মিয়াকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাদল কুমার চন্দ এ আদেশ দেন।

এর আগে মধুপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

গ্রেফতারকৃত রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের বাসিন্দা। তিনি শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসে বুধবার রাতে ১৩ সদস্যের ডাকাত দল যাত্রীবেশে ওঠে। তারা গলায় ছুরি ধরে প্রথমে চালক ও হেলপারকে বেঁধে ফেলে।

পরে ডাকাতরা যাত্রীদের বেঁধে মালামাল লুট করে। লুটপাট শেষে এক পোশাক শ্রমিক নারীকে গণধর্ষণ করা হয়।

আরও খবর