গাজীপুরের বাউপাড়ায় পারমিট ছাড়াই বন কেটে সাবাড়!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বন বিভাগের পারমিট ছাড়াই দুই হাজার গজারি গাছ কেটে পাচার করা হচ্ছে।

জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিট এলাকার বাউপাড়া মৌজায় প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ পালন করছে নীরব ভূমিকা।

সরেজমিনে দেখা যায়, মাস্টারবাড়ি থেকে মির্জাপুর রোডে ভিমবাজারের দক্ষিণ পাশে রাজ্জাক মেম্বারের বাড়ি। সেখান থেকে উত্তর পাশে বিশাল ঘন গজারি বন।

স্থানীয় আবুল বাশার পাশাপাশি দুটি বনের মালিক। আয়তন আনুমানিক তিন বিঘা।

দুটি বনের চারপাশেই ধানক্ষেত ও সংরক্ষিত বনভূমি। ডিমারকেশন না থাকায় খাস-জোতের পরিমাণ অস্পষ্ট।

সম্প্রতি বন দুটির গাছ বিক্রি করে দেওয়া হয়। পরে ক্রেতা বন বিভাগের পারমিট ছাড়াই গাছ কেটে ট্রাকযোগে পাচার শুরু করেন।

কেটে ফেলা গাছের স্তূপ

বিক্রীত বনে গাছের সংখ্যা কমপক্ষে দুই হাজার। গত এক সপ্তাহে প্রায় এক হাজার গাছ কাটা হয়েছে।

এলাকাবাসী জানান, গাছ ট্রাকযোগে রাতে পাচার করা হয়। ট্রাক মির্জাপুর রোড হয়ে গন্তব্যে গেলেও আটক করা হয় না।

এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হকের সাথে মোবাইলে যোগাযোগ করলে বিষয়টি তার জানা নেই বলে জানান।

বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০১১ অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন ভূমি থেকে ফ্রি লাইসেন্স ব্যতীত গাছ কাটা ও পরিবহন করা দণ্ডনীয় অপরাধ।

আরও খবর