কাপাসিয়ার ‘ঘুষখোর’ নায়েব খবীর মোল্লাকে বদলি করেই দায় শেষ!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা খবীর উদ্দিন মোল্লা ওরফে নান্নুকে অবশেষে বদলি করা হয়েছে।

তিনি চলতি সপ্তাহে আগের কর্মস্থল উপজেলার কড়িহাতা ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করেছেন।

খবীর মোল্লা প্রেষণে টোক ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্ব পেয়ে ঘুষ-দুর্নীতিতে বেপরোয়া হয়ে ওঠেন।

বিষয়টির ওপর আলোকিত নিউজ ডটকমে একাধিক তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হলে চলে ব্যাপক তোলপাড়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খবীর মোল্লা জেলা প্রশাসনের এক কর্মকর্তার প্রশ্রয়ে বহাল তবিয়তে ছিলেন। তার দুর্নীতির পর্যাপ্ত তথ্য-প্রমাণ থাকার পরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

গত বছরের ২১ সেপ্টেম্বর আলোকিত নিউজে দ্বিতীয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম সম্পাদকের সাথে কথা বলে ঘুষ লেনদেনের ভিডিও নেন।

আরও পড়ুন : কাপাসিয়ার টোক ভূমি অফিসে ‘ঘুষখোর’ খবীর মোল্লা বেপরোয়া

এরপর খবীর মোল্লাকে শুধু মৌখিকভাবে সতর্ক করেই দায় সারেন তিনি। অফিসের ভেতরে চেয়ার-টেবিলে বসে কাজ করা দালাল মাসুদ ও নয়ন দাসকে উৎখাত করা হয়নি।

পর্যবেক্ষক মহল বলছেন, ঘুষখোর কর্মকর্তাদের শাস্তি না হওয়ায় জনসাধারণের ভোগান্তি বাড়ছে। দায়িত্বশীল যারা ব্যবস্থা নিচ্ছেন না, তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তৎপর হওয়া উচিত।

আরও পড়ুন : কাপাসিয়ার টোক ভূমি অফিসে খবীর মোল্লার দুর্নীতির রাজত্ব

আরও খবর