শ্রীপুরের নওয়াব আলী হাইস্কুলে ‘টিন নিয়ে তেলেসমাতি’

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরের আলহাজ্ব নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে নানা অনিয়ম ঝেঁকে বসেছে।

তেলিহাটি ইউনিয়নের এই প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের বিরুদ্ধে এবার নিয়ম না মেনে টিন বিক্রির অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যালয়ের ভাড়া দেওয়া দোকানের কিছু পুরনো ঢেউটিন গত ২৮ মে পাল্টিয়ে নতুন টিন লাগানো হয়। কিন্তু নিয়ম অনুযায়ী পুরনো টিন প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়নি।

অ্যাডহক কমিটির সভাপতি মকবুল হোসেন ও প্রধান শিক্ষক আবদুর রউফ সরকারের সাথে কথা বলে কমিটির অভিভাবক সদস্য লিটন চুক্কা টিনগুলো তার বাড়িতে নিয়ে যান। পরে প্রশ্ন উঠলে তাকে ক্রয়ের রসিদ দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্রয় কমিটির সিদ্ধান্ত ব্যতীত বিদ্যালয়ের মালামাল বিক্রয় ও কেনাকাটা বিধিবহির্ভূত। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগে থেকেই কোচিং বাণিজ্যসহ নানা অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অভিভাবক সদস্য লিটন চুক্কা আলোকিত নিউজকে বলেন, তিনি টিনগুলো ১২০০ টাকা দিয়ে কিনেছেন। তবে পুরনো টিন বিক্রি ও নতুন টিন ক্রয়ের কোন রেজুলেশন হয়নি।

অ্যাডহক কমিটির সভাপতি মকবুল হোসেন আলোকিত নিউজকে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। এক শ্রেণির লোক দলাদলি সৃষ্টি করে ২৭ আগস্টের নির্বাচন বানচাল করতে চেষ্টা চালাচ্ছে।

আরও খবর