ভেজাল ওষুধ বিক্রয়ে ১০ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত ও বিতরণ করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করা হবে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সংশোধনী আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বর্তমান আইনে অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ২২টি ধারায় শাস্তির কথা বলা হয়েছে। লাইসেন্স ব্যতীত ওষুধ উৎপাদন ও আমদানি এবং সরকারি ওষুধ চুরি করে বিক্রি করলেও একই শাস্তির বিধান রাখা হয়েছে।

আরও খবর