৮০০ কোটি টাকা চুরি : অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবি বিএনপির

আলোকিত প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগ দাবি করেছে বিএনপি।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

‌তি‌নি বলেন, দেশের অর্থনীতি রাবিশে পরিণত করার জন্য অর্থমন্ত্রী ও গভর্নর দায়ী। ৮০০ কোটি টাকা হ্যাক হয়ে যাওয়ার পরও তারা এখনো দায়িত্ব পালন করছেন কোন নৈতিক অধিকারে? অবিলম্বে অর্থমন্ত্রী ও গভর্নরের পদত্যাগ দাবি করছি।

রিজভী অভিযোগ করেন, ইতিহাসের বড় ন্যক্কারজনক জালিয়াতির ঘটনা এটি। এই চুরিতে সরকারের প্রভাবশালী মহল ও সংঘবদ্ধ চক্র জড়িত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের যে কর্মকর্তারা গত তিন বছরে সরকারি কাজের বাইরে ঠুনকো অজুহাতে সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, মালয়েশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও দুবাই ভ্রমণ করেছেন, তাদের পাসপোর্ট যাচাই করলেই এই জালিয়াত চক্রের রাঘববোয়ালদের সংশ্রব বেরিয়ে আসবে।

আরও খবর