মুক্তারুজ্জামান মুক্তির কবিতা ‘বাংলার মহানায়ক’

বাংলার মহানায়ক

-মুক্তারুজ্জামান মুক্তি

তোমার ডাকে অস্ত্র হাতে সংগ্রামী জনতা

যুদ্ধ করে স্বাধীনতা আনল ঘরে

তুমি শেখ মুজিব, মুক্তি সংগ্রামের অগ্রপথিক।

তুমি বাংলার শুকতারা

সবুজ-শ্যামল বাংলার ধ্রুবতারা

তুমি বাংলার স্বাধীনতা, বাংলার হিমালয়।

তোমার প্রেরণায় পেয়েছি বাংলার স্বাধীনতা

তুমি ছিলে অন্যায়-অবিচারের প্রতিবাদ

তোমাকে যতবার করেছিল আটক

ভেঙেছিলে ততবার কারাগারের লৌহফটক।

তুমি বাংলার মহানায়ক

তোমার সাহসে যুদ্ধ করে আমরা পেয়েছি জয়।

তুমি বিশ্ব রাজনৈতিক কবি

এঁকেছিলে বাংলার মানচিত্রের ছবি।

তুমি দুর্জয় দুরন্ত, তুমি দুর্বার সাহসী

তোমার কণ্ঠে বেজেছিল বাংলার স্বাধীনতার বাঁশি।

আরও খবর