কালিয়াকৈরের হাইটেক পার্ককে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ ঘোষণা

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হাইটেক পার্ককে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’ ঘোষণা করা হয়েছে।

বুধবার হাইটেক পার্কের কার্যক্রম পরিদর্শন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ ঘোষণা দেন।

সারা দেশে দুই হাজারের বেশি কম্পিউটার ল্যাব ও ট্রেনিং সেন্টার তৈরি করার কথা জানিয়ে তিনি বলেন, সরকারের ইশতেহার অনুযায়ী ২০২১ সাল নাগাদ আইসিটি সেক্টরে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টির যে পরিকল্পনা রয়েছে, আমরা তা বাস্তবায়নে কাজ করছি।

তিনি আরও বলেন, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য মানবসম্পদ তৈরি করতে কালিয়াকৈরের আশপাশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রত্যেকটিতে আইসিটি প্রকল্পের আওতায় আধুনিক কম্পিউটার ল্যাব ও ট্রেনিং সেন্টার তৈরি করা হবে।

আরও খবর