আইটি খাতে রপ্তানি আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে : জয়

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০১৮ সালের মধ্যে আইটি খাতে  আমাদের রপ্তানি আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। গার্মেন্টস শিল্পের পরেই জায়গা করে নেবে আইসিটি খাত।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শুরু হওয়া দুই দিনব্যাপী বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জয় আরও বলেন, বাংলাদেশ আউটসোর্সিংয়ে ভাল করছে। তবে বিশ্ব মার্কেটে টিকে থাকতে হলে আমাদের দেশীয় মার্কেটের আরও উন্নয়ন করতে হবে।