গাজীপুরে রুপালী হত্যা মামলায় দুজনের ফাঁসি : দুজনের যাবজ্জীবন

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক রুপালী খাতুনকে হত্যার দায়ে দুজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন : শ্রীপুরের বরমীর কাদীরাপাড়া গ্রামের হেকিম মিয়ার ছেলে আবুল কালাম (৩২) ও হাছেন আলীর ছেলে ইকবাল হোসেন (২৫)।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন : ছবুর উদ্দিনের ছেলে লতিফ (২৬) ও মফিজ উদ্দিনের ছেলে মোখলেছ (২১)।

নিহত রুপালী (১৮) রাজশাহীর চারঘাট উপজেলার মারিয়া গ্রামের মকবুল হোসেনের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, রুপালী শ্রীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ২০১৪ সালের ১৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে আসামিরা তাকে উপজেলার গিলাশ্বর এলাকার একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে তাকে জিম্মি করে তার বাবার কাছে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না পেয়ে ওই দিন সন্ধ্যায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

আরও খবর