বেলারুশে বারে গরুর রক্তের স্ন্যাক্স!

ডেস্ক নিউজ : বেলারুশের রাজধানী মিনস্কের একটি মদের বারে আকস্মিকভাবে এসেছিলেন স্বাস্থ্য বিভাগের একটি দল।

সেখানে কর্মকর্তারা বারের মালিককে নির্দেশ দিয়েছেন, তার দোকানের কাউন্টারে গরুর রক্ত দিয়ে তৈরি হেমাটোজেন স্ন্যাক্স যেন সাজিয়ে রাখা হয়। কারণ এটি আয়রন সমৃদ্ধ।

পরে স্বাস্থ্য বিভাগ থেকে বার মালিককে চিঠিও দেওয়া হয়।

সূত্র : বিবিসি বাংলা।