কালিয়াকৈরে খোকার ৬৬ একর জমি বাজেয়াপ্ত

আলোকিত প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশনের বহুল আলোচিত সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৬৬ একর ৫৬ শতাংশ জমি বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে।

ওই সম্পত্তি অবৈধ উপায়ে অর্জিত হওয়ায় আদালতের নির্দেশে তা বাস্তবায়ন করা হয়।

রবিবার সন্ধ্যায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই জমিতে সরকারের অনুকূলে দখলমুক্তের সাইনবোর্ড টানানো হয়েছে।

জেলা প্রশাসক এস এম আলম সাংবাদিকদের জানান, সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুদকের দায়েরকৃত মামলায় আদালত কালিয়াকৈর উপজেলার ছয়টি মৌজায় থাকা জমি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। পরে জমির অনুসন্ধান শুরু করে প্রশাসন। জানেরচালা, বাঁশতলী, কালিয়াদহ, তালতলী, বাগাম্বর ও কাচারস মৌজায় তার নিজ মালিকানায় থাকা ৬৬ একর ৫৬ শতাংশ জমি অবৈধ।

আরও খবর