দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৬ কোটি ৪০ লাখ : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ডিজিটালাইজেশনের পাশাপাশি ডিজিটাল হুমকিও সৃষ্টি হচ্ছে। তাই এ খাতে ডিজিটাল নিরাপত্তা বাড়াতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে ১৩ কোটি মোবাইল সিম ব্যবহার করা হচ্ছে। ছয় কোটি ৪০ লাখ লোক ইন্টারনেট ব্যবহার করছে। পাঁচ হাজারের বেশি ডিজিটাল সেন্টার থেকে জনগণ সেবা নিচ্ছে। ৪০টিরও বেশি দেশে সফটওয়্যার রপ্তানি করছে বাংলাদেশ।

বুধবার রাজধানীর কুড়িলে বসুন্ধরা কনভেনশন সিটিতে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এবং এটুআই কর্মসূচি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।