সৌদি আরবে হত্যার দায়ে রাজপুত্রের শিরচ্ছেদ

ডেস্ক নিউজ : সৌদি আরবের রিয়াদে এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে এক রাজপুত্রের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।

তিন বছর আগে সৌদি প্রিন্স তুর্কি বিন সৌদ আল কবির ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বদেশিকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছিলেন প্রিন্স। তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সৌদি আরবে এ বছর মৃত্যুদন্ড কার্যকর করা ১৩৪তম ব্যক্তি হলেন প্রিন্স।

আল আরাবিয়ার খবরে বলা হয়, নিহতের পরিবার ‘ব্লাড মানি’ অর্থাৎ ‘রক্তের বদলে ক্ষতিপূরণ’ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে মৃত্যুদন্ডের আরজি করেছিল।