নিজেকে মন্ত্রী ভাবি না, ভাবি শেখ হাসিনার কর্মী : সেতুমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেকে মন্ত্রী ভাবি না। নিজেকে ভাবি দেশের কর্মী, শেখ হাসিনার কর্মী, দলের কর্মী। আগে আমি রাস্তায় যেতাম, রাস্তার কাজ করতাম। আমার দলের লোকেরা কিছু কিছু সমস্যা নিয়ে কথা বলেন। নানা বিষয়ে নানা অভিযোগও করেন।

তিনি বলেন, এখন আমার সুবিধা হবে। আমি যখন তৃণমূলে যাব, তখন একদিকে রাস্তা দেখব, অন্যদিকে দলের অভিযোগগুলোও দেখব। আগে যেহেতু আমার অথরিটি ছিল না, আমি সমাধান দিতে পারতাম না। এখন আমি সমাধান স্পটেই দিতে পারব। এটা আমার বাড়তি লাভ, বাড়তি কোন পরিশ্রম নেই।

সোমবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমে দেওয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে ধানমন্ডি কার্যালয়ের সামনে সর্বস্তরের নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি।