সম্বন্ধের বিয়ে বেশি সুখের হয় : যুক্তরাজ্যে গবেষণা

ডেস্ক নিউজ : পারিবারিকভাবে আয়োজিত সম্বন্ধের বিয়ে বেশি টেকসই ও সুখের হয়।

যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

১৫ হাজার মায়ের ওপর চালানো জরিপে এমন ফলাফল মিলেছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।

গবেষণাটি করেছেন ম্যারেজ ফাউন্ডেশনের পরিচালক হ্যারি বেনসন ও লিংকন ইউনিভার্সিটির অধ্যাপক স্টিভ ম্যাককে।

এ ব্যাপারে ব্রিটিশ পারিবারিক আদালতের সাবেক বিচারক ও ম্যারেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্যার পল কোলরিজ বলেছেন, প্রেমের বিয়ের ক্ষেত্রে উপযুক্ত জীবন সঙ্গী খুঁজে বের করার ব্যাপার থাকে। যাকে পছন্দ করে বাকি জীবনটা এক সাথে কাটানোর চিন্তা করছেন, তিনি শেষ পর্যন্ত এমন থাকবেন তো? এ ধরনের প্রশ্নে মানসিক জটিলতার সৃষ্টি হয়।

তিনি বলেন, সম্বন্ধের বিয়েতে এই চাপটা থাকে না। কারণ ধরে নেওয়া হয় যে উপযুক্ত মানুষটির সাথেই সংসার করার আয়োজন করে দিচ্ছে পরিবার।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশি ও পাকিস্তানি বংশোদ্ভূত পরিচয় দেওয়া ৪৫ শতাংশ মা জানিয়েছেন, তারা বিবাহিত জীবনে খুবই সুখী। ৩৪ শতাংশ শ্বেতাঙ্গ মা-ও এমন উত্তর দিয়েছেন।

এ ছাড়া বাংলাদেশি ও পাকিস্তানিদের ৯৯ শতাংশ নিজেদের ধার্মিক হিসেবে উল্লেখ করেছেন। আর শ্বেতাঙ্গ মায়েদের ৪৭ শতাংশ নিজেদের খ্রিষ্টান ধর্মাবলম্বী হিসেবে উল্লেখ করেছেন।