গাজীপুরের খাস জমি বন্ধক দিয়ে ঋণ নিল ওয়ান ডেনিম!

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে ওয়ান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ওয়ান ডেনিম মিলস লিমিটেড।

প্রতিষ্ঠানটি লিজ নেওয়া খাস জমি বন্ধক দিয়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে ঋণ নিয়েছে।

ব্যাংকের নথিতে লিজ সংক্রান্ত জেলা প্রশাসকের অনুমতিপত্রও নেই।

প্রতিষ্ঠানটি এভাবে ঋণ নিয়েও এখনো উৎপাদন শুরু করেনি।

ফলে তাদের কাছে পাওনা ৩৭ কোটি ৫৮ লাখ ৯০ হাজার ৪৮ টাকা আদায়ও অনিশ্চিত হয়ে পড়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব তথ্য ওঠে আসে।

এ ব্যাপারে কমিটির সদস্য আবদুস শহীদ সাংবাদিকদের বলেন, সরকারের খাস খতিয়ানভুক্ত জমি বন্ধক রেখে ঋণ দেওয়া যায় না। জনতা ব্যাংকের কর্মকর্তারা জেনেশুনেই এই কাজ করেছেন।

ওয়ান গ্রুপের মালিক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন।

তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় তার সাত বছরের সাজা ও ২০ কোটি টাকা জরিমানা হয়েছে।