ভারতকে মুক্ত আকাশ সুবিধা দিলে নিরাপত্তা হুমকিতে পড়বে

আলোকিত প্রতিবেদক : ভারতকে মুক্ত আকাশ সুবিধা দিলে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ আশঙ্কা প্রকাশ করেন।

রিজভী বলেন, বাংলাদেশের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার করতে ওপেন স্কাই সুবিধা চায় ভারত। ভারতসহ পৃথিবীর অনেক দেশের সাথে বাংলাদেশের আকাশ চুক্তি আছে। কিন্তু কোন দেশের সাথেই মুক্ত আকাশ সুবিধা দেওয়ার চুক্তি নেই।

তিনি বলেন, এতে বাংলাদেশের কোন লাভ হবে না। শুধু ভারতের স্বার্থে সরকার এ চুক্তি করতে পারে। এতে বিমান ব্যবসা একচেটিয়া ভারতের কাছে চলে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের বিমানবন্দর ও আকাশ ব্যবহারের ফলে রাষ্ট্রের নিরাপত্তা হুমকিতে পড়বে।