কালীগঞ্জে শেখ রাসেল টুর্নামেন্টে ঘোড়শাল ইউনিয়ন চ্যাম্পিয়ন

মানিক ঘোষ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে শেখ রাসেল আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে কালীগঞ্জ পৌরসভা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়শাল ইউনিয়ন ফুটবল একাদশ।

ঘোড়শালের বিদেশি ফুটবলারদের কাছে ধরাশায়ী হয় পৌরসভা।

খেলার প্রথমার্ধের ২৯ মিনিটে ঘোড়শাল একাদশের বিদেশি খেলোয়াড় আইকের গোলে পিছিয়ে পড়ে পৌরসভা একাদশ।

এরপর গোল শোধ করতে মরিয়া হয়েও দলে সমন্বয়হীনতার অভাবে গোলটি আর শোধ করতে পারেনি পৌরসভা।

ফলে এক গোলে পিছিয়ে থেকে রানার্স আপ হয়ে মাঠ ছাড়ে মেয়র মকছেদ আলী বিশ্বাসের শিষ্যরা।

শনিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়।

উপজেলা চেয়ারম্যান শাহ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র মকছেদ আলী বিশ্বাস, প্যানেল মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব অজিত ভট্টাচার্য, ক্রীড়া সংগঠক তপন কুমার বাটুল প্রমুখ।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জিতেন ঘোড়শাল একাদশের খেলোয়াড় আইকে।

আর ম্যান অব দ্য টুর্নামেন্ট হন একই দলের খেলোয়াড় আওরঙ্গ।

খেলা পরিচালনা করেন রেফারি রবিউল ইসলাম, জামাল উদ্দিন ও বেল্লাল হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন খোরশেদ আলম।

আরও খবর