আঙুর কম বয়সী শিশুদের শ্বাসরোধে মৃত্যু ঘটায়

ডেস্ক নিউজ : আঙুর শ্বাসরোধ করে শিশুর মৃত্যু ঘটায়। এ ব্যাপারে চিকিৎসকরা পাঁচ বছরের কম বয়সী শিশুর অভিভাবকদের সতর্ক হতে বলেছেন।

এ নিয়ে প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ব্রিটিশ মেডিকেল জার্নাল একটি নিবন্ধ প্রকাশ করেছে।

এতে বলা হয়, পাঁচ বছরের কম বয়সী অনেক শিশুর শ্বাসনালিতে খাবার বা ছোট বস্তু ঢুকে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। ১৯৯৯ থেকে ২০১৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে দুই হাজার ১০৩টি শিশুর মৃত্যু হয়।

এই বয়সের শিশুদের দাঁত অপুষ্ট ও দাঁতে শক্তি কম থাকে। এরা খাদ্য ভাল করে চিবাতে পারে না। এদের খাবার গ্রহণ ও শ্বাস নেওয়াতে সঠিক সমন্বয় হয় না।

এ ছাড়া এরা অনেক ক্ষেত্রে পুরো ঢোঁক গিলতে পারে না। খাওয়ার সময় এরা অমনোযোগী থাকে। ফলে খাবার শ্বাসনালিতে যাওয়ার আশঙ্কা বেশি।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক আবিদ হোসেন মোল্লা একটি জাতীয় দৈনিককে বলেন, আমরা দেখেছি, বাদাম, জাম, পপকর্ন, কলমের মাথা, কাঁঠালের বিচি, বরই, বরইয়ের আঁটি, পেরেক, পয়সা-এসব শিশুদের শ্বাসনালিতে আটকে যায়।

ইউরোপ-আমেরিকায় আঙুর বেশি খাওয়া হয় বলে জার্নালটিতে আঙুরের বিষয় সামনে আনা হয়েছে।

আরও খবর