আঙুলের ছাপের অপব্যবহার করলে মোবাইল কোম্পানিকে ৩০০ কোটি টাকা জরিমানা

আলোকিত প্রতিবেদক : সিম নিবন্ধনে আঙুলের ছাপ নেওয়ায় ভয়ের কিছু নেই।
এতে নাগরিকদের কোন হয়রানি বা ক্ষতি হবে না বলে নিশ্চয়তা দিয়েছে মন্ত্রিসভা।
আঙুলের ছাপের অপব্যবহার করলে সংশ্লিষ্ট মোবাইল কোম্পানিকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের অপপ্রচার নিয়ে আলোচনা হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।