সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছরই : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০ বছর পার হয়ে গেলে আর কেউ যুবক থাকে কি না, এ ব্যাপারে সন্দেহ আছে। এক সময় ৩০ বছর পার হয়ে গেলে বিয়ের কনে পাওয়া যেত না। কাজেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছরের বেশি বৃদ্ধির কোন পরিকল্পনা আমাদের নেই।
বুধবার দশম সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সাংসদ নুরুল ইসলাম ওমরের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যেই আমি বলেছি, বেকার যুবকদের জন্য একটি কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা করে দিয়েছি। যেখান থেকে তারা বিনা জামানতে অল্প সুদে ঋণ নিতে পারেন। তারা যদি এই সুযোগগুলো গ্রহণ করেন তাহলে নিজেরাই নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন। পাশাপাশি আরও অনেক মানুষকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে পারবেন।