যুদ্ধাপরাধী নিজামীর সামনে ফাঁসির কাষ্ঠ

আলোকিত প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
ফলে তার জন্য অপেক্ষা করছে ফাঁসির কাষ্ঠ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।