তনুকে হত্যার আগে ৩ জন ধর্ষণ করেছে : সিআইডি

আলোকিত প্রতিবেদক : সেনানিবাস এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে।
সিআইডির কুমিল্লা কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান সোমবার রাতে বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, আমরা ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর শতভাগ নিশ্চিত হয়েছি যে তনু ধর্ষণের শিকার হয়েছিলেন।
তনুর পোশাক ও অন্তর্বাসে তিনজন পুরুষের শুক্রানুর আলামত মিলেছে। সিআইডির ঢাকা পরীক্ষাগারের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।
নাজমুল করিম খান বলেন, আসামি শনাক্ত করতে আমরা মোটামুটি কেন্দ্রবিন্দুতে চলে এসেছি।