ঘুষ না পেয়ে পঙ্গু খোকনকে চুরির মামলায় চালান করল পুলিশ!

আলোকিত প্রতিবেদক : অসহায় খোকন গাজী। বয়স ৫২ বছর। তার ডান পা নেই। বাঁ পায়েও সমস্যা। চলেন ক্রাচে ভর দিয়ে।
এমনকি তার ডান হাতও ক্ষতিগ্রস্ত। হাতে রড ঢোকানো।
রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে ১৫ বছর আগে খোকন গাজীর একটি চায়ের দোকান ছিল। সে সময় তিনি সড়ক দুর্ঘটনায় ওই পা হারান। এরপর থেকে তার দুঃসহ জীবন শুরু।
মিরপুর থানার এসআই আরিফ হোসেন গত শনিবার রাতে তাকে শেরেবাংলা নগরের বাসা থেকে ধরে নিয়ে যান। পরে তাকে একটি চুরির মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে চালান করা হয়।
সোমবার ঢাকা মহানগর আদালতের বিচারক লস্কর সোহেল রানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খোকন গাজীর স্ত্রী নার্গিস সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, এসআই আরিফ মামলা না দেওয়ার বিনিময়ে তাদের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। তিনি তাকে দুই হাজার টাকাও দেন। বাকি টাকা না দেওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
এ ছাড়া বয়স ও দুর্বলতার বিচারে আসামিকে হাতকড়া না পরানোর নির্দেশনা থাকলেও তা মানা হয়নি।
খোকন গাজীকে হাতকড়া পরিয়ে আদালতে উঠানো হয়।
এ ব্যাপারে এসআই আরিফ হোসেন দাবি করেন, খোকন গাজীর পরিবারের কাছে টাকা চাওয়ার অভিযোগ মিথ্যা। প্রতিবন্ধী হওয়ায় তাকে রিমান্ডের আবেদন করা হয়নি।