গাজীপুরে বোমা বানাতে গিয়ে ঝলসে গেল কিশোরের হাত

আলোকিত প্রতিবেদক : গাজীপুরে বোমা বানাতে গিয়ে ঝলসে গেছে এক কিশোরের হাত।
বুধবার বিকেলে মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে শহিদ সরকার জানান, এলাকার সফিজ টাওয়ারের পাশে ইব্রাহীম ওরফে মিস্টারের ভাঙারি মালামালের দোকান। তার ছেলে আরমান (১৪) দোকান থেকে ছয়টি দিয়াশলাইয়ের ম্যাচ কিনে তাদের দোকানের ভেতরে জিআই পাইপ দিয়ে বোমা বানানোর চেষ্টা করে।
এ সময় বিস্ফোরণ ঘটলে তার ডান হাত ঝলসে যায়।
পরে তাকে উদ্ধার করে গাজীপুর হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়া হয়।