স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে পুলিশ-নার্স ধস্তাধস্তি : আহত অর্ধশত

আলোকিত প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসার সামনে নার্সদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
এতে অর্ধশত নার্স আহত হয়েছেন।
বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজিব কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। হঠাৎ পুলিশ ও আওয়ামী লীগের একদল কর্মী এসে তাদের ওপর আক্রমণ করে।
পরে আহতদের ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
নার্সরা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে বুধবার বিকেল পাঁচটার দিকে স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে অবস্থান নেন।
তারা সরকারি কর্ম কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে আগের নিয়মে ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির ব্যানারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।