গুপ্ত হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবেই : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুপ্তহত্যা করে কেউ পার পাবে না। এভাবে পরিবারের ওপর হাত দিতে শুরু করলে কারও হাতই থেমে থাকবে না।
প্রধানমন্ত্রী বলেন, হত্যাকারী এবং তাদের প্রভু যে-ই হোক, তাদের আমরা রেহাই দেব না। যারা পরিবারের ক্ষতি করছে, তাদের হিসাব পাই পাই করে নেব।
বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পীর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকে যারা গুপ্তহত্যায় জড়িত, তারা যদি মনে করে গুপ্তহত্যা করে পার পেয়ে যাবে, ইনশাল্লাহ তারা পার পাবে না। তাদের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে।