তুরাগে বন্দুকযুদ্ধে অজ্ঞান পার্টির নেতা নজরুল নিহত

আলোকিত প্রতিবেদক : রাজধানীর তুরাগে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে অজ্ঞান পার্টির দলনেতা নিহত হয়েছেন।
নিহতের নাম নজরুল ইসলাম (৪০)।
বৃহস্পতিবার ভোরে প্রত্যাশা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।