গাজীপুরে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ : আহত ২০

আলোকিত প্রতিবেদক : গাজীপুর মহানগরীর রওশন সড়ক এলাকার হাসান তানভীর ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।
এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত ২০ জন।
শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শ্রমিকরা সকাল আটটায় কাজে যোগ দিতে আসেন। পরে মালিক পক্ষ গত মাসের বেতন অর্ধেক দিতে চাওয়ায় শ্রমিকরা প্রতিবাদ করেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
এরপর শ্রমিকরা পাশের জয়দেবপুর রোড অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
পরে পুলিশ লাঠিচার্জ করে এবং রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।