রাজধানীতে যুবলীগ নেতাকে মাথায় গুলি করে হত্যা

আলোকিত প্রতিবেদক : রাজধানীর সূত্রাপুর থানার ধোলাইখালের রোকনপুরে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহতের নাম রাজীব হাসান (৩৮)।
তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক ছিলেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন কুমার সাংবাদিকদের জানান, রাজীব রোকনপুরের সড়কে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে ছিলেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।