শোলাকিয়ায় বোমা হামলা : জাহিদুল ১০ দিনের রিমান্ডে

আলোকিত প্রতিবেদক : কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে পুলিশের ওপর গুলি ও বোমা হামলা মামলার আসামি জাহিদুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
কিশোরগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল সালাম খান রবিবার রাতে এ আদেশ দেন।
জাহিদুলের বাড়ি জেলা সদরের মনিপুরঘাট এলাকায়।
মামলার অপর আসামি শফিউল ইসলাম ওরফে সাইফুল ইসলাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাব হেফাজতে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোর্শেদ জামান বিষয়টি সাংবাদিকদের জানান।