রানা প্লাজা হত্যাকান্ড : মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিচার শুরু

আলোকিত প্রতিবেদক : বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলায় ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
এর মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল।
সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ অভিযোগ গঠন করেন।
আদালত সাক্ষীর জন্য আগামী ১৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল নয়টার দিকে রানা প্লাজা ধসে পড়ে। ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক।
এ ঘটনায় এক হাজার ১৩৬ জনের লাশ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার।
ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।