গুলশান ট্র্যাজেডি : তামিমসহ ৫ জঙ্গি ভারতে?

ডেস্ক নিউজ : রাজধানীর গুলশান হামলার ‘মাস্টারমাইন্ড’ তামিম আহমেদ চৌধুরীসহ জেএমবির অন্তত পাঁচজন সদস্য ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করছে বাংলাদেশ।
এরই মধ্যে তাদের নামের তালিকা ভারত সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে।
একই সাথে ভারতে গ্রেফতারকৃত জেএমবি সদস্য নূরুল হক ওরফে নাইমকে ফেরত দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
ভারত সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে এক বৈঠকে এ নিয়ে আলোচনা করেন।
ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম চৌধুরী ২০১৩ সালে দেশে ফিরে আসেন।