জঙ্গি তামিম ও জিয়াউলকে ধরতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

আলোকিত প্রতিবেদক : রাজধানীর গুলশান, কল্যাণপুর ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় ‘মাস্টারমাইন্ড’ তামিম আহমেদ চৌধুরী ও চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি এ কে এম শহীদুল হক এ ঘোষণা দেন।
আইজিপি বলেন, গুলশান, কল্যাণপুর ও শোলাকিয়ায় হামলার পরিকল্পনা, প্রশিক্ষণ, অর্থায়ন-সবকিছুর সাথেই তামিম চৌধুরী জড়িত। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়গ্রাম ফাদিমাপুরে।
তামিমের বাবার নাম শফিক আহমেদ ও মায়ের নাম খালেদা শফি চৌধুরী।
তিনি ২০১৩ সালের ৫ অক্টোবর সর্বশেষ দুবাই থেকে বাংলাদেশে আসেন। তবে এখন কোথায়, তা স্পষ্ট নয়।
এ ছাড়া ব্লগার হত্যায় চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হক জড়িত। তার বাবার নাম সৈয়দ মোহাম্মদ জিল্লুল হক। বাড়ি মৌলভীবাজারের মোস্তফাপুরে।