তারেকের স্ত্রী জোবাইদার পরিবারের ঐতিহ্য ভাল : প্রধানমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান রাজনীতিতে আসলে ভাল হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন বলে মন্ত্রিসভার দুজন সদস্য সাংবাদিকদের জানান।
বিএনপির কেন্দ্রীয় কমিটি নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলোচনার সূত্রপাত করেন।
তখন একজন মন্তব্য করেন, স্থায়ী কমিটির দুটি খালি পদে খালেদা জিয়ার দুই পুত্রবধূকে রাখা হবে বলে তিনি শুনেছেন।
এ কথার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, জোবাইদা রাজনীতিতে আসলে তো ভাল। একজন শিক্ষিত মানুষ বিএনপির রাজনীতিতে আসবে। ওর পরিবারের ঐতিহ্যও ভাল। শিক্ষিত মানুষ রাজনীতিতে এলে রাজনীতির জন্য ভাল হবে।
এ সময় তিনি পারিবারিক সম্পর্কে বেয়াই ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের উদ্দেশে বলেন, সে তো আবার আপনার আত্মীয় হয়।
তখন মন্ত্রী বলেন, হ্যাঁ জোবাইদা আমার চাচার শ্যালিকার মেয়ে। সে হিসেবে আমার খালাতো বোন।