পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে

আলোকিত প্রতিবেদক : বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হচ্ছে।
এর মধ্যে পুরুষ সাড়ে আট হাজার ও দেড় হাজার নারী সদস্য নিয়োগ দেওয়া হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের প্রতিটি জেলার পুলিশ লাইনসে নিয়োগ পরীক্ষা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিটি মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অংশগ্রহণ প্রার্থীদের সর্বনিম্ন বযস ১৮ বছর এবং সর্বোচ্চ ২০ বছর।
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর।
প্রার্থীদের অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে।