কিশোরগঞ্জে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাস

আলোকিত প্রতিবেদক : বিজ্ঞান চর্চা ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির ব্যবহারিক ক্লাস বসেছে।

বুধবার কুলিয়ারচর থানা মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ক্লাস বসে।

এটি তত্ত্বাবধান করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এর আগে এ ধরনের বড় ক্লাস বসেছিল অস্ট্রেলিয়ায়। সেখানে ২৯০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

আর কুলিয়ারচরে শুরু হওয়া ক্লাসে ৩২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

ফলে তা গিনেস বুকে স্থান পাবে বলে আশা করছেন আয়োজকরা।

আরও খবর