আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত তুরাগ তীর

আলোকিত প্রতিবেদক : টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ফজরের নামাজের পর থেকেই আমবয়ান চলছে।

শনিবার সকালে খাবারের বিরতির পর খিত্তায় খিত্তায় শুরু হয় বয়ান ও জিকির-আসকার।

প্রচন্ড শীত উপেক্ষা করে প্রথম পর্বে ১৭টি জেলার পাশাপাশি প্রায় ৫০টি দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা আসছেন।

প্রায় ১৬০ একর জমির ওপর আগতদের জন্য করা হয়েছে প্যান্ডেল।

ইতিমধ্যে দেশ-বিদেশের লাখো মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন।

রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের এ সম্মিলন।

এদিকে ইজতেমা ময়দানে প্রবেশের জন্য খোলা হয়েছে ১৮টি প্রবেশ পথ।

নিরাপত্তা নিশ্চিতে ১৪টি ওয়াচ টাওয়ারসহ মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা।