সুপ্রিম কোর্টে গ্রিক দেবির মূর্তি স্থাপন বন্ধের দাবি

আলোকিত প্রতিবেদক : সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবি থেমিসের মূর্তি স্থাপন বন্ধের দাবি জানিয়েছে আওয়ামী ওলামা লীগ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা লীগসহ সমমনা ১৩ দল আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

বক্তারা বলেন, ৯০ ভাগ মুসলমানের ধর্ম বিশ্বাসের খিলাফত এবং রাষ্ট্রধর্ম ইসলামে হারাম ঘোষিত মূর্তি সুপ্রিম কোর্টে স্থাপন করে জামায়াত জোটের কাছে সরকারবিরোধী ইস্যু তুলে দেওয়া যাবে না।

ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে না চাইলে ওই মূর্তি বসানোর কাজ বন্ধ করতে হবে।

এর পরিবর্তে ইসলামী নিদর্শন সংবলিত স্থাপত্য তৈরি করতে হবে।