বিশ্বের ১০টি শীর্ষ পরিবেশবান্ধব কারখানার ৭টি বাংলাদেশে

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে তৈরি পোশাক খাতে ৪৫ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং ৮০ শতাংশই নারী। মোট রপ্তানির ৮৩ শতাংশই এই খাতের।

তিনি বলেন, আমরা এই শিল্পকে পরিবেশবান্ধব করার চেষ্টা করছি। বর্তমানে বাংলাদেশের ৩৮টি কারখানার এলইইডি সনদপত্র রয়েছে। বিশ্বের ১০টি শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব কারখানার মধ্যে সাতটি রয়েছে বাংলাদেশে।

সুইজারল্যান্ডের দাভোস শহরে মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম বার্ষিক সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আরও খবর