‘বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা ডুববে না’

আলোকিত প্রতিবেদক : পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশাত বলেছেন, উপকূলকে কীভাবে রক্ষা করতে হবে, সে বিষয়ে বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের কাছ থেকে শিখতে চায়। কারণ এ বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়ে।

তিনি বলেন, অনেকে বলছেন, বাংলাদেশের ১৭ শতাংশ এলাকা ডুবে যাবে। এটা সত্য নয়। বাঁধ না থাকলে বাংলাদেশ ডুববে। কিন্তু উপকূলীয় এলাকায় ১২ থেকে ১৫ ফুট উঁচু বাঁধ আছে।

রবিবার সংসদ ভবনের আইপিডি মিলনায়তনে এক সেমিনারে আইনুন নিশাত এসব কথা বলেন।

পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ও কোস্ট ট্রাস্ট এর আয়োজন করে।