কাপাসিয়ায় দরিদ্র সুমনের শরীরজুড়ে অসংখ্য গুটি

আলোকিত প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় এক অজ্ঞাত রোগের সন্ধান মিলেছে।

উপজেলার টোক ইউনিয়নের টোকনগর গ্রামের বৃদ্ধ রহম আলীর ছেলে সুমন (৩০) ওই রোগে আক্রান্ত।

তার মুখমন্ডল ও হাত-পাসহ শরীরজুড়ে ছোট-বড় অসংখ্য গুটি।

গুটির কারণে অসহনীয় যন্ত্রণার পাশাপাশি তিনি চোখে ঠিকমত দেখতে না পাওয়ায় চলাফেরায়ও কষ্ট হচ্ছে।

দরিদ্র পরিবারের সংসারহীন সুমন রোগটি থেকে মুক্তি পেতে বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরছেন।

সুমন জানান, আট বছর বয়স থেকে তার শরীরে গুটি ওঠা শুরু হয়। চিকিৎসক দেখালেও টাকার অভাবে চিকিৎসা করতে পারেননি।

তিনি আরও জানান, স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি তাকে মাসে এক হাজার টাকা দেন। তা দিয়ে কোন রকমে ওষুধ কিনেন।

প্রতিবেশী শাহজালাল জানান, এই জটিল রোগের চিকিৎসার ব্যয় বহন করার মত সামর্থ্য সুমনের পরিবারের নেই। বিত্তবান ব্যক্তি বা সরকার সাহায্যের হাত বাড়িলে দিলে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

আরও খবর