‘প্রধানমন্ত্রী যেন সব সময় ইসলামের খেদমত করতে পারেন’

আলোকিত প্রতিবেদক : হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেছেন, কোন অবস্থায় রাস্তার পাশে মূর্তি স্থাপন মেনে নেওয়া চলবে না। এ দেশে মূর্তি সংস্কৃতি চলবে না।

সুপ্রিম কোর্ট চত্বর থেকে মূর্তি সরিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যেন সব সময় ইসলামের খেদমত করতে পারেন, আমরা এই দোয়া করছি।

ঢাকা মহানগরের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, বাংলার মাটিতে আর কোন মূর্তি স্থাপন করা যাবে না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তৌহিদী জনতা দাঁতভাঙা জবাব দেবে।

শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে শুকরিয়া আদায় মিছিলের আগে তারা এসব কথা বলেন।

আরও খবর