জ্বরে প্রচুর পানি ও প্যারাসিটামল খাওয়ার পরামর্শ চিকিৎসকদের

আলোকিত প্রতিবেদক : দেশে আবহাওয়ার পরিবর্তন, তীব্র তাপদাহ ও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি হওয়ায় মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছে।

মে মাসের শুরু থেকেই চিকুনগুনিয়া, টাইফয়েড ও ডেঙ্গুসহ ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে।

গত ১০ বছরের মধ্যে এটি সর্বোচ্চ রেকর্ড বলে চিকিৎসকরা জানান।

বেশির ভাগ রোগীর জ্বরের স্থায়িত্ব সাত দিনের মত হলেও হাত-পায়ের ব্যথা ১৪ দিন থেকে ২১ দিন পর্যন্ত স্থায়ী হচ্ছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, গত এপ্রিল ও মে মাসে ২৬৪টি নমুনার মধ্যে ১৯৬টি চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে। রাজধানীর কাঁঠালবাগান ও গ্রিন রোড এলাকায় চিকুনগুনিয়ার প্রবণতা বেশি।

প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক মেহেরজাদি সেব্রিনা ফ্লোরা বলেছেন, ঘরের কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ রোগীদের প্রচুর পানি, স্যালাইন, ডাবের পানি ও প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভাল।

আরও খবর