অনলাইন গণমাধ্যম নীতিমালায় মন্ত্রিসভার অনুমোদন

আলোকিত প্রতিবেদক : জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

পরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, অনলাইন গণমাধ্যম পরিচালনার জন্য একটি গাইডলাইন থাকবে। এ জন্য নিবন্ধন লাগবে। সম্প্রচার কমিশন নিবন্ধন দেবে।

সচিব বলেন, ১৯৭৩ সালের ছাপাখানা আইন অনুযায়ী যেসব সংবাদপত্র প্রকাশিত হয়, তাদের অনলাইন ভার্সন থাকলে নিবন্ধন লাগবে না। তবে কর্তৃপক্ষকে ভার্সন সম্পর্কে অবহিত করতে হবে।

দেশে অনলাইন পত্রিকার সংখ্যা ১৮০০ জানিয়ে তিনি বলেন, এই গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, তথ্য ও ছবিসহ কোন বিষয়ে যদি কারও আপত্তি থাকে, কারও অধিকার ক্ষুণ্ন হয়, তাহলে কমিশনের কাছে আবেদন করতে হবে। কমিশন ৩০ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবে।

আরও খবর