ব্যাংকের টাকা আত্মসাৎকারীরা ভি-চিহ্ন দেখায় : তথ্যমন্ত্রী

আলোকিত প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে সুশাসন দরকার। সুশাসন থাকলে ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়বে। আর ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়লে দেশের অর্থনীতি আরেক ধাপ এগিয়ে যাবে।

তিনি বলেন, ব্যাংকে লুটপাট অব্যাহত আছে। দুর্নীতির সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ব্যাংকের টাকা আত্মসাৎকারীরা জামিনে মুক্তি পেয়ে ভি-চিহ্ন দেখিয়ে বেরিয়ে আসে। তা বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

আরও খবর