কাপাসিয়ায় রাস্তার কোটি টাকার সংস্কার কাজে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় রাস্তার সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
উপজেলার চাঁদপুর ইউনিয়নের বড়পুশিয়া এলাকার কিছু অংশ ও কোটবাজালিয়া থেকে চান্দুন পর্যন্ত রাস্তার কাজ চলছে।
উপজেলা এলজিইডি সূত্র জানায়, গত বছরের নভেম্বর মাসে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ওই রাস্তার কার্যাদেশ দেওয়া হয়। পরে সাব-কন্ট্রাক্টর হিসেবে জাকির হোসেন কাজ শুরু করেন।
কোটবাজালিয়া চৌরাস্তা থেকে চান্দুন-ভাটপাড়া মোড় পর্যন্ত পৌনে দুই কিলোমিটার রাস্তার পুরনো ইট উঠিয়ে খোয়া ফেলা হয়। গত এক মাসেরও বেশি সময় ধরে রোলার দিয়ে তা সমান করা হয়নি।
এলাকাবাসী বলেন, শুনেছি নিম্নমানের খোয়া ব্যবহার করার কারণে কাজ আটকে রাখা হয়। ঠিকাদার কোটবাজালিয়া থেকে সালামের বাড়ি পর্যন্ত খোয়া ফেলে আবার উঠিয়ে নিয়েছেন।
আরমানের বাড়ি থেকে বাকি অংশে খোয়া পড়ে রয়েছে। কাজের ধীরগতির কারণে জনসাধারণকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে সাব-কন্ট্রাক্টর জাকির হোসেন আলোকিত নিউজকে বলেন, খোয়া ভালো। দুই-তিন দিনের মধ্যে রোলার দেওয়া হবে। উপজেলা প্রকৌশলী সুবিধার লোক না।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবদুর রহিম মুহিম আলোকিত নিউজকে বলেন, যে খোয়াগুলো ফেলা হয়েছিল, ওখান থেকে কিছু কিছু খারাপ খোয়া চিহ্নিত করে ঠিকাদারকে সরাতে বলেছি। এখন নতুন খোয়া আসছে।
- 316Shares